রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানার এএসআই মোঃ জাকির হোসেনের মৃত্যুতে ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা গভীর শোক প্রকাশ করেছেন। থানা সুত্রমতে, এএসআই জাকির হোসেন ৩০ জানুয়ারী ছুটি নিয়ে বাড়িতে যান। গত শুক্রবার ৩ ফেব্রুয়ারী বেলা ১টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান। যশোরের মনিরামপুর সড়কের জয়নগর নামক স্থানে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এএসআই জাকির সাংসদ সেলিনা জাহান লিটার গান ম্যান ছিলেন। শনিবার বেলা ১১ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। উল্লেখ্য ৫ ফেব্রুয়ারী তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল।
সংরক্ষিত ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, জাকির হোসেন একজন দায়িত্ববান চৌকস পুলিশ সদস্য ছিলেন। মর্মান্তিক মৃত্যতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করেন তিনি ।