23886_vb
ঢাকা সংবাদদাতাঃ
দেশের ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, উজানের ঢল ও ভারী বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সরকার সঠিক কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, বাংলাদেশে খুবই নীরবে একটি ভয়াবহ এবং ভয়ংকর দুর্যোগ ঘটে গেছে এপ্রিল মাসের শুরুতে। বিস্তৃত হাওর অঞ্চলের বিশেষ সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনার হাওর অঞ্চলের সাড়ে তিন লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। সেখানকার ক্ষতিগ্রস্ত কৃষকগোষ্ঠী খুবই মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু সরকারের লোক দেখানো সহায়তা অপ্রতুল। আসলে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে “হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে” জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি কে.এম. রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বিএনপি ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন, জিনাফ সভাপতি মিয়া মোঃ আনোয়ার, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরিফ মোস্তফা জামান লিটু প্রমুখ।
গোলাম মোস্তফা ভুইয়া বন্যাকবলিত হাওড় এলাকাকে দুর্গত অঞ্চল ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ করা, নতুন ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ দেয়া, বিনামূল্যে কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা, নতুন ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা, হাওড়ের ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণ ও সংস্কার করা, সময়মতো নদীসমূহের ড্রেজিং করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন