ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি,
হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন আসন্ন ৪র্থ ধাপের জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন ৯ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে জামালপুর ইউপিতে আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।
মনোনয়ন লাভের পর ঢাকা থেকে জয়পুরহাট আসার খবর পেয়ে নেতাকর্মী, সমর্থক ও অত্র ইউনিয়নের আপামর জনতা তাকে সংবর্ধনা জানাতে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে ছুটে যান জয়পুরহাট থেকে বগুড়া যাওয়ার প্রধাণ সড়কের বটতলী চারমাথা মোড়ে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরের পর থেকে অত্র এলাকায় বাড়তে থাকে জনতার ভীড়। বিকাল সাড়ে চারটায় তিনি বটতলী চারমাথা মোড়ে পৌঁছান। এসময় হাজারো জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।
সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে জামালপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষীণের সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।
মোটরসাইকেল শোডাউন শেষে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সংবর্ধনার জবাবে হাসানুজ্জামান মিঠু বলেন, আজ আমি এই ইউনিয়নের আপামর জনতা, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। ভালোবাসার এ ঋন কখনো শোধ করা যাবে না। ক্ষমতায় থাকি আর নাই থাকি, কখনো মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি। চেষ্টা করেছি জামালপুর ইউনিয়নের অবহেলিত জনপদের অধিকার প্রতিষ্ঠা, কাংখিত উন্নয়ন আর শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নেয়ার। আর এ কারনেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে অতীতের মত আবারো নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। এ সম্মান আমার নয়, পুরো জামালপুর ইউনিয়নের আপামর জনতার।
উল্লেখ্য আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী মো. আনছার আলীর পুত্র জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু নিজের পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন।