লালমনিরহাট প্রতিনিধি \ হাতীবান্ধার ভোটমারীতে ভুমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধারের আবেদন জানিয়েছেন ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব আব্দুস সালাম। লালমনিরহাট প্রেস ক্লাব বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, উক্ত আব্দুস সালামের পিতা আব্দুল কুদ্দুসকে বাড়ী করার জন্য ৬শতাংশ জমি বরাদ্ধ দেওয়া হয়। পরবর্তীতে কুদ্দুস মারা গেলে একই এলাকার মুগাম আলী, ইয়াকুব আলী সহ কয়েকজন মিলে তাদের ওই জমির জাল দলিল তৈরী করে আত্বসাৎ পুর্বক জবর দখল করে নেয়। জমির তফসিল ঃ- জেলা-লালমনিরহাট, থানা- হাতিবান্ধা, মৌজা-পশ্চিম বিসন্দই, জে এল নং-৩৬, দাগ নং-৪৫৭২, ৪৫৭৩,৪৫৭০,৪৬৮৩,৪৬৮৪,৪৮০৬, মোট জমি ৩.১৩ একর। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, তার পিতা জিবীত থাকাকালীন কোন জমি হস্তান্তর করেন নাই। তিনি আরও জানান, উক্ত মৃত: কুদ্দুসের স্ত্রীর বাড়ীতে প্রতিদিন মদ ও জুয়ার আড্ডা বসে। তার বাড়ীর আশেপাশে কোন বাড়ী-ঘর না থাকায় এই অবৈধ মদ ও জুয়ার আড্ডা বসানো হয় বলে অভিযোগে তিনি উল্লেখ করেছেন।

মোঃ ওয়ালিউর রহমান রাজু, লালমনিরহাট,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *