লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা পশ্চিমটারী এলাকায় পবিত্র কোরআনের এক হাফেজ সাহেবের বাড়িতে বসা জুয়ার আসর থেকে মসজিদের ইমাম ও সেক্রেটারিসহ ৫জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সদর থানা পুলিশ ওই এলাকার পশ্চিমটারী জামে মসজিদ সংলগ্ন আফজাল হাফেজের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এঘটনা গোপন থাকলেও পরদিন সোমবার বিকালে থানা পুলিশ তাদের আদালতে পাঠালে ঘটনা জানাজানি হয়।
জানা গেছে, প্রতি রাতের মতো ওই রাতেও হাফেজ আফজালের বাড়িতে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। আটকরা হলেন, ওই এলাকার আহাতুল্লাহ মুন্সির ছেলে বাড়ির মালিক হাফেজ আফজাল হোসেন। বিমান বাহিনী মসজিদের ইমাম মৃত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, হাড়ীভাঙ্গা পশ্চিমটারী জামে মসজিদের সেক্রেটারি দুলাল মিয়া, মৃত তছর উদ্দিনের ছেলে ফয়জার রহমান ও কাসেম আলীর ছেলে ফয়জার রহমান।
সদর থানার ওসি তদন্ত স্বপন কুমার জানান, আটক জুয়াড়িদের সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।