ফারুক আহমেদ,কলকাতা প্রতিনিধি
বিশেষ প্রতিবেদন: সম্প্রতি ‘উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থসমূহের জনপ্রিয়তা বেড়েছে। প্রকাশক ফারুক আহমেদের তত্ত্বাবধানে প্রতিটি বইমেলায় কোনও-না-কোনও চমকপ্রদ বইয়ের মোড়ক উন্মোচিত হয় প্রতি বছর৷ এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ৫ ফেব্রুয়ারি বুধবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে বিশিষ্টদের উপস্থিতিতে ৯টি মূল্যবান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইমেলা মাতিয়ে দিল উদার আকাশ। এদিন আনুষ্ঠানিক বই প্রকাশ হয়েছে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘মোস্তাক হোসেন : জীবন ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাহিত্যিক উজ্জ্বল সিনহা৷ বুধবার বইমেলার নারায়ণ সান্যাল সভাঘরে বিশিষ্ট কবি সুবোধ সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গৌতম পাল, প্রাক্তন মন্ত্রী ও কলামিস্ট পূর্ণেন্দু বসু, প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট প্রাবন্ধিক ড. মইনুল হাসান, কাজী মুহাম্মদ ইয়াসীন, রফিকুল ইসলাম, সুধাংশুশেখর দে প্রমুখের উপস্থিতিতে ‘উদার আকাশ’ প্রকাশনের একাধিক বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়।

এ দিন সন্ধ্যায় ছায়ানটের ‍সোমঋতা মল্লিক ও তাঁর সংস্থার শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে বই প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা করেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ‘প্রশ্ন’ ও ‘দুষ্টু’ দুর্দান্ত আবৃত্তি করেন রাইসা নুর ক্লাস পঞ্চম শ্রেণির ছাত্রী। বিশিষ্টজনের উপস্থিতিতে যে সমস্ত গ্রন্থের মোড়ক উন্মোচন হয়, সেগুলি হল বিশিষ্ট কলামিস্ট ও অধ্যাপক ড. অর্ণব সাহা-র লেখা প্রবন্ধ সংকলন ‘রাজনৈতিক কলাম: কর্তৃত্ববাদ বনাম আজকের ভারত’, সামশুল আলম-এর গল্প সংকলন ‘রূপের বাতি’, আলমগীর রাহমান-এর কাব্যগ্রন্থ ‘ফেক প্রোফাইলের বাগান বাড়ি’, বৃন্দাবন দাস-এর কাব্যগ্রন্থ ‘সত্যি সত্যি’ অধ্যাপক ড. মুহাম্মদ আফসার আলির প্রবন্ধ সংকলন ‘আমার সমাজ’ অধ্যাপক ড. সা’আদুল ইসলাম-এর প্রবন্ধ সংকলন ‘জাতির বিবেক অন্নদাশঙ্কর’৷ এ দিন ‘উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা’ উদ্বোধন করেন কবি সুবোধ সরকার ও অধ্যাপক ড. গৌতম পাল। উপস্থিত ছিলেন, লেখক-সম্পাদক-প্রকাশক ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, বিশিষ্ট সমাজকর্মী কাজী মুহাম্মদ ইয়াসীন, সমঋতা মল্লিক, অধ্যাপক ড. রেজাউল করিম, রফিকুল ইসলাম, ডাঃ মোঃ আবেদ আলি, আকরাম খান, আলাউদ্দিন খান, সামিমা মল্লিক, আসিফ ইকবাল, সীমন্ত বসু, ফারুক আহমেদ, সম্পাদক ও প্রকাশক উদার আকাশ, পত্রিকার সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রাইসা নুর। এ দিন আল-আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজের অধ্যক্ষ ড. নুরুল হককে সম্মাননা প্রদান করা হয়৷ উপস্থিত বিশিষ্টজনেরা ‘উদার আকাশ’ প্রকাশনীর ভূয়সী প্রশংসা করেন, প্রকাশক ফারুক আহমেদের বইমুখী কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সকলকে বই কেনা ও বই পড়ার আহ্বান জানান। বইমেলায় হাতে-গোনা তরুণ প্রকাশকদের মধ্যে বর্তমানে অন্যতম হয়ে উঠেছেন ফারুক আহমেদ৷ বলাই বাহুল্য, তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘উদার আকাশ’ পত্রিকাটিও সাহিত্যজগতে বিপুল সাড়া ফেলেছে৷ প্রকাশন থেকে প্রকাশিত সমস্ত গ্রন্থ পাওয়া যাচ্ছে বইমেলার ৫৯৫ নম্বর ‘উদার আকাশ’ স্টলে।

অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন কবি সুবোধ সরকার, অধ্যাপক ড. গৌতম পাল, লেখক পূর্ণেন্দু বসু, অধ্যাপক ড. রেজাউল করিম, সমাজকর্মী কাজী মুহাম্মদ ইয়াসীন, সুধাংশুশেখর দে প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন প্রকাশক ফারুক আহমেদ ও অনুষ্ঠানের সভাপতি ড. মইনুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *