শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ।
গাইবান্ধায় চাঞ্চল্যকর ব্যবসায়ী হাসান আলীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং জেলা পুলিশের গাফিলতি ও সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান-সহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত গাইবান্ধা জেলা পুলিশের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্লাব গাইবান্ধা।
২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে.এম নেয়ামুল আহসান পামেল। সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: রুপম মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি মো: জাভেদ হোসেন-সহ দপ্তর সম্পাদক আহসানুল হক বিপ্লব।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব মিয়া, লালচাঁন বিশ্বাস সুমন, শাহজাহান সিরাজ, মো: আব্দুস সামাদ, লিটন মিয়া (লাকু), আবু জাফর মন্ডল, নাজমুল আলম, রিংকুসহ আরো অনেকে।