ফারহানা, জয়পুরহাট প্রতিনিধিঃ ০৬/ডিসেম্বর
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর পিতা আলহাজ্ব শরীফ উদ্দীন মন্ডল এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজ মসজিদ প্রাঙ্গনে মাদ্রাসার এতিম হাফেজদের নিয়ে দলীও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহনে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিলন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, সাবেক সহ-সভাপতি জাগাঙ্গীর আলম খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেকাকর্মীরা।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে হুইপ স্বপন এর পিতা আলহাজ্ব শরীফ উদ্দীন মন্ডল এর রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।