জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দিবসটি উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পরে বিকাল চারটায় জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সর্দার সুমুর সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, এতে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল বাশার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোস্তফা কামাল মেরাজ ,জেলা জাতীয় পার্টির সদস্য ইসলাম হক, জামাল উদ্দিন বিএসসি ,সফিয়ার রহমান রব্বানী, মইনুল হক খন্দকার,আবুল কালাম ব্যাপারী, আনোয়ারুল ইসলাম সোহরাব হোসেন, সহ আরো অনেকে।আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মেজর আব্দুস সালাম (অব:)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকার কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।