হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ট্রাফিক বিভাগে কুড়িগ্রাম জেলা শ্রেষ্ঠ হওয়ায় আইজিপি ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের টিআই এ্যাডমিন মোঃ জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজণশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভুমিকা রাখার গৌরব অর্জন করে।