সাংবাদিক আফরোজা সুলতানা
————————-
তুমি আসবে বলে ঘরে আলো রাখিনি
চোখে আবির রঙ্গের স্বপ্ন আঁকিনি
ঠোটে বিজলির চমক সাজাইনি
তুমি তুমি আসবে বলে
আমি দু’চোখ অর্ধ ঊর্মিলিত করে
দু’হাত জোড়া করে প্রার্থনা রত
পরম ঈশ্বরের কাছে ধ্যানমগ্ন রূপে বসে আছি
শুধু তোমার জন্য ।
আমার কত আয়োজন জানো,
তুমি আসবে বলে ।
আমার সব সখিদের প্রজাপতি
সুগন্ধি বাহারী ফুল দিয়ে
নতুন সাজে নতুন থাকার আয়োজনে
আরধ্য সুগন্ধে সাজাতে বলেছি
শুধু তোমার জন্য ।
আমি লতা গুল্ম ঢালে বরণ মাল্য দিয়ে
দোদুল দোলানো দোলনা সাজিয়েছি
সব তোমার জন্য.. ।
শুধু তোমার জন্য.. ।
আমি ১৬ রঙ্গের ঢংঙ্গের সুগন্ধি
গিলে মেথি চন্দন, ধুপ হলুদ
মেহেদী, তুলসী আমার অংগে মেখে স্নান করেছি,
সাথে আমার সকল সখিগন
আমার পাশে পাহারায়
শুধু তুমি আসবে বলে হে বসন্ত
শুধু তুমি আসবে ভেবে
আমি কৃষ্ণচুড়া শিমুল রক্তজবা
কে পাতায় পাতায় সজ্জায় নির্ঘুম থাকতে বলেছি
কোকিলকে মিহি সুরে ডাকতে বলেছি
এসো এসো তুমি এসো
আমার সকল বন্ধ জানালা ঘর, খুলে রেখেছি
সকল আঙ্গিনায় অরণ্য দিগন্ত
নতুন সবুজের রঙ্গ মেখে
অপেক্ষায় থাকতে বলেছি
শুধু তুমি আসবে বলে হে বসন্ত
ঐ দিগন্তের বর্ণালী চলচল অস্থির
পাহাড়ী ঝড়নাকে বলেছি
ধীরে ধীরে বহ।।
কেননা আমার বসন্ত আসবে
বসন্ত আসলে তুমি তার
পদ যুগল ধুয়ে দিয় পরম মমতায়
প্রেম আর আধরে,
আর কানে কানে ফিস ফিস করে বলে দিয়
আমার কথা..।
ঐ যে আমি কৃষ্ণচুড়া বনে
পরম প্রার্থনায় ধ্যান মগ্ন হয়ে, অপেক্ষায় আছি
কেবল তুমি আসবে বলে
হে বসন্ত…