লালমনিরহাট প্রতিনিধিঃ
সন্ধ্যা হলে জ্বলে উঠে বিদ্যুৎ। আলোয় আলোকিত হয় চার পাশ। জরুরী ভিত্তিতে নির্মাণ হয়েছে কালভার্ট, পাকা সড়ক। হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য উপকেন্দ্র, মসজিদ – মন্দির ঈদগাহ মাঠ, শহিদ মিনার। আর মূলধারায় ফিরে আনতে দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সরকারি সুবিধার আাওতায় আনা হয়েছে বিলুপ্ত ছিটের বাসিন্দাদের। আর এভাবেই গত ৮বছরে পাল্টে গেছে বিলুপ্ত ছিটের দৃশ্ব্যপট।
এদিকে প্রতিবছরের মতো ৩১ জুলাই রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সালেহা সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিতরকুটি বাঁশপঁচাই আঞ্চলিক কমিটির আয়োজনে ছিটমহল বিনিময়ের ৮বছর পূর্তিতে কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভিতরকুটি বাঁশপঁচাই আঞ্চলিক কমিটির সভাপতি হারুন অর রশীদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে থাকবেন সরকার দলীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৫ সালের এ দিন মধ্যরাতে ভারত-বাংলাদেশের মোট ১৬২টি ছিটমহল পরাধীনতার শৃঙ্খল ভেঙে নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি সাবেক ছিটমহলের পরিসমাপ্তি ঘটে। অবসান হয় ৬৮ বছরের বন্দিজীবনের।