মোছাঃ ইয়াছমিন সুলতানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
চাকরি জাতীয়করণ ও বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীদের সম্মেলন হতে যাচ্ছে এই উপলক্ষে ময়মনসিংহের মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ জেলা সম্মেলন সফল করার জন্য বক্তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় আগামী ১৯ ই সেপ্টেম্বরে ৩য় শ্রেনি কর্মকর্তা গণের বেতন ভাতার দাবীতে ময়মনসিংহ জেলা সম্মেলন সফল করার জন্য ময়মনসিংহ জেলা অধিনস্থ ১৩ উপজেলার নেতৃবৃন্দের সাথে ময়মনসিংহ শহরের মুসলিম হাই স্কুল এ অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক ফরিদ উদ্দিন বাদল ও সঞ্চালনায় ছিলেন ফুলবাড়িয়া উপজেলার আহবায়ক আব্দুল লতিফ খান উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোকছেদুল মোমেন সবুজ ও সহধর্ম বিষয়ক ইলিয়াস কাঞ্চন,ময়মনসিংহ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, আজাহারুল আমিন সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সম্মেলন সফল করার জন্য সকল উপজেলার পক্ষ থেকে সর্বাত্নক সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *