জামালপুর প্রতিনিধি ॥
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিণে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবিতে ১ দফার অংশ হিসেবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার লক্ষ্যে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। ১ অক্টোবর রবিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চে অংশগ্রহণের উদ্দেশ্য জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুর থেকে ছেড়ে যায় ছাত্রদল নেতাদের গাড়িবহর।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার লক্ষ্য ছেড়ে যাওয়া ছাত্রদলের গাড়িবহরে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, সাদ্দাত হোসেন সাইদুর, মেহেদী হাসান রাজন, আমিনুল ইসলাম শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সাব্বির রহমান রবিন, হাদিউল ইসলাম রাব্বী, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পরজাল গাজি, পারভেজ, সিহাজুল ইসলাম শুভ, মোয়াজ আহাম্মেদ মিশু, আবুল খায়ের, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈকত হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবসহ জেলা, শহর, কলেজ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *