খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দীর্ঘ ২০বছর পরে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চলতি জুলাই মাসে আয়োজনের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী যুবলীগ। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে চাঙা মনোভাব তৈরী হয়েছে। ফলে পদপ্রত্যাশীদের বেড়েছে দৌড়ঝাঁপ। আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের পরিচালিত হওয়ায় কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এজন্য সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী যুবলীগের কাউন্সিল সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে জেলা যুবলীগ।
রবিবার (১৬ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের কাউন্সিলের তারিখ নির্ধারণ, প্রস্তুতি গ্রহণ এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি গ্রহণ করতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।