একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাঙালীর ইতিহাসে আরেক কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ২১ আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসীরা বঙ্গবন্ধু এভিনিউ’র জনসমাবেশে গ্রেনেড হামলা চালায়। মুহুর্তের মধ্যে গোটা এলাকা রক্ত স্তুপে পরিণত হয়। তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আ’লীগের শীর্ষ নেতাদের হত্যা করে দলটিকে নেতৃত্ব শুন্য করা। কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য পুরোপুরীভাবে সফল হয়নি। ভাগ্যক্রমে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আ’লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার প্রতিবাদে ও মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশের মতো কুুড়িগ্রাম জেলা অাওয়ামীলীগের উদ্দ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুুুুষ্ঠানের সভাপতিত্ব করেন অালহাজ্ব মোঃ অামিনুল ইসলাম মন্জুমন্ডল সভাপতি জেলা অাওয়ামীলীগ কুড়িগ্রাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অালহাজ্ব মোঃ জাফর অালী, সাবেক এমপি, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম ও সাধারন সম্পাদক জেলা অাওয়ামীলীগ কুড়িগ্রাম। এছাড়া বক্তব্য রাখেন অাওয়ামীলীগের সহ সভাপতি রুহুল অামিন, বদিউল অালম, চাষী করিম, নুর ইসলাম, যুগ্ন সম্পাদক অাব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক অাবুল কালাম অাজাদ, জিল্লুর রহমান টিটু প্রচার সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সদস্য নুরুজ্জামান, পৌর অাওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিউল, সভাপতি নজরুল ইসলাম, উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক সালেহ অাহমেদ মজনু,সাংগঠনিক সম্পাদক অাব্দুল কাদের, কুড়িগ্রাম বার কাউন্সিলের সাধারন সম্পাদক অামজাদ হোসেন, যুবলীগের যুগ্নঅাহবায়ক রেদওয়ানুল হক দুলাল, সাগর ছাত্রলীগের সাবেক সভাপতি, মহিলানেত্রী নাজনীন সুলতানা, দিলরুবা ঝুমা, ফাল্গুনী তরফদার, শরিফা, লাভলী বেগম, ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব, সাধারন সম্পাদক রাকিবুজ্জামান রকিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা সবাই ২১ অাগষ্ট গ্রেনেড হামলাকারী ও তার মদদদাতা তারেক জিয়ার ফাঁসির দাবি করেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।