আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বকশীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার , এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম জয়প্রকাশ নন্দী, মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাস সহ আরো অনেকে।
সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য আহবান জানান বক্তারা।
তাছাড়া উপজেলা সদর সহ সকল ইউনিয়নে শৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে দিবসটি উদযাপনের জন্য সকলের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *