ডেস্ক নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। মোট মৃত্যু ২৭ জন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে জেলা ভিত্তিক সবচেয়ে বেশি ঢাকায় ৩৭ জন ও নারায়াণগঞ্জে ১৬ জন আছেন। আর মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর।
ফ্লোরা বলেন, গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কিছু কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। একদিনে সর্বোচ্চ নমুনা সংগ্রহ ১১৮৪ জনের।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখে। এর পর থেকে সংকরমণ ধীরে ধীরে বেড়েই চলছে।