রেজা্উল করিম রাজশাহী প্রতিনিধিঃ
জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) শিরোইল বাসটার্মিনাল পুবালী মার্কেটের প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার উপর দুরুদ পাঠ ও দোয়া খায়ের করা হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় ও আবু কাওসার মাখনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত, মাজহারুল ইসলাম চপল, রাজন, সুমন, হারুন, রিদয়, প্রমুখ।
বক্তারা অবিলম্বে জেল হত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকি অংশ শেষ করে খুনিদের ফেরত এনে তাদের ফাঁসির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিঃ সহ সভাপতি শামসুল ইসলাম, সহঃ সভাপতি ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক- সাগর নোমানী, নির্বাহী সদস্য (৩) শাহিন সাগর প্রমুখ।
দোয়া পাঠ করেন ক্লাবের সহ সভাপতি ফারুক আহমেদ।