কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণ সংবর্ধনা প্রদান করছেন। সেই সাথে পান্ডুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ মুকুল মিয়া ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় এবং ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ জমির উদ্দিন বাচ্চু, টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় স্থানীয় এলাকাবাসী তাদের গলায় ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন