বিজয় রায়, রাণীশংকৈল প্রতিনিধিঃ

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়াদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে ৪র্থ পর্যায়ে মোট-৩৯ হাজার ৩৬৫টি ঘর উদ্ভোধন করেন।

সাড়াদেশের ন‍্যায় ঠাকুগাঁওয়ের রানীশংকৈলে ২২ মার্চ বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে মাননীয় প্রধান মন্ত্রী ভূমিহীন-গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৪র্থ পর্যায়ে)রাণীশংকৈলে -৩৭০টির মধ‍্যে-১৬০টি ঘর প্রদানের শুভ উদ্ভোধন করেন।

এসময় উপস্হিত ছিলেন,
উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঠাকুরগাঁও
সোলাইমান আলী,
নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রোজিৎ সাহা,সাবেক সাংসদ অধ‍্যাপক ইয়াশিন আলী,
আঃলীগ সভাপতি সইদুল হক,প্রকল্প বাস্তোবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি,প‍ৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,
প্রাঃশিক্ষা অফিসার রাহিম উদ্দীন,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ফায়ার ষ্টেশন কর্মকর্তা নাছিম ইকবাল,মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং গৃহহীন ও ভূমিহীন সুবিধাভোগী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
উল্ল‍্যেখ‍্যযে, ক,শ্রেনীর প্রতিটি পরিবারকে-২ শতক জমি, বেডরুম দুইটি একটি রান্নার রুম বাথরুমে একটি এবং একটি বারান্দা, প্রতিঘরে ব‍্যায়-২লক্ষ-৮৪ হাজার-৫শত টাকা।
শেখ হাসিনা বলেন কেউ ভূমিহীন থাকবেনা।পর্যায় ক্রমে সকল ভুমিহীন কে ঘর প্রদান করা হবে।
মাননীয় প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে উদ্ধোধনে বিশেষ মোনাজাত করা হয়।
এবং এ উদ্ভোধনে রানীশংকৈল উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে ভুমিহীন-গৃহহীন দের তালিকানুযায়ী ঘর প্রদানের চাবী,দলিল তুলে দেওয়া হয়।রানীশংকৈলে ৪র্থ পর্যায়ে ভুমিহীন- গৃহহীন পরিবার কে গৃহ প্রদানের উদ্ভোধন করলেন-প্রধানমন্ত্রী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *