লালমনিরহাট প্রতিনিধি॥
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)বহুল অপপ্রয়োগের কারনে বিতর্কিত তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।সাংবাদিকদের বিরুদ্ধে ওই আইনে সব মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে নোয়াব বলেছে, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রকৃত পক্ষে সংবাদপত্র শিল্পের ওপরও আঘাত।গত ২৩ জুলাই নোয়াব প্রেসিডেন্ট মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২২ জুলাই শনিবার প্রথম আলো কার্যালয়ে অনষ্টিত নোয়াবের এক সভায় গৃহীত প্রস্তাবে এ আহবান জানানো হয়।সরকারের প্রস্তাবিত নতুন ডিজিটাল আইন এবং জাতীয় অন লাইন গণমাধ্যম নীতিমালায় আইসিটি আইনের ৫৭ ধারার অনুরুপ বিধান সংযোজনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে নেয়ার সংবিধান স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি কোনো পদক্ষেপ না নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রাণী মুলক মামলায় উদ্বেগ প্রকাশ করে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছে নোয়াব।উক্ত সংবাদটি গত ২৪ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *