এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটে রাস্তা চলাচলের জমি নিয়ে ৩ পরিবারকে ৫ মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে একটি প্রভাবশালী মহল। ফলে ওই পরিবারে ৫ শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ উপক্রম হয়ে পড়েছে। নিরুপায় পরিবার কোন রকম বেড়িয়ে শহর এসে সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি নিকট আবেদন করেও অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায়নি। অবশেষে ৩ জানুয়ারি গোলেনুর বেগম বাদী হয়ে লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগের বিবরণে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেক নগর (বড়বাড়ী) গ্রামের গোলেনুর, ইয়াসমিন ও বেলাল হোসেন বসবাস করেন। দিনমজুরি ওই ৩ পরিবারের বসতভিটা থেকে সরকারী রাস্তা প্রায় ১০০/২০০ গজ দুরুত্ব। চলাচলের একমাত্র রাস্তা সংকটের কারণে (৬ ডিসেম্বর-২১ইং) তারিখে একই গ্রামের কাচিমুদ্দিনের পুত্র আফসার আলীর নিকট থেকে দেড় শতক জমি ৩ জন মিলে ক্রয় করেন। সেই ক্রয়কৃত জমি দিয়ে রাস্তা দিয়ে ৩ পরিবারের সকল শিক্ষার্থী ও সদস্যরা চলাচল করেন। এ ভাবে কয়েকমাস যেতে না যেতে প্রভাবশালী আফসার আলী গংরা ওই বিক্রিত দেড় শতক জমি জবর-দখলের চেষ্ঠা চালান। সুযোগ বুঝে দিনমজুর ৩ পরিবার-পরিজনদের বিভিন্ন ভাবে হুমকি-ধমকি প্রদান করেন। একপর্যায় (৮ ডিসেম্বর-২২ইং) তারিখ সকাল ১১টায় পরিকল্পিতভাবে গোলেনুর, ইয়াসমিন ও বেলাল হোসেন ক্রয়কৃত দেড় শতক জমিতে বাশে বেড়া-টাটী দিয়ে ৩ পরিবার-পরিজনদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন প্রভাবশালী আফসার আলী গংরা। এমনকি ভাড়াটিয়া লোকজন এনে দ্রুতগতিতে রাস্তাটি কেটে আবাদি জমির সাথে মিশিয়ে নিয়ে চাষাবাদ শুরু করেছেন প্রভাবশালীরা। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গোলেনুরের ভাই সবুজ মিয়ার (২৮) ডান হাতের কব্জিতে গুরুত্বর রক্তাক্ত জখম সৃষ্টি হয়। ভাইকে বাচাতে বোন গোলেনুর এগিয়ে আসলে তাকেও ব্যাপক মারপিট করে শ্লীলতাহানী ঘটান। এতে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলেনুর ও তার ভাই সবুজ মিয়া উদ্ধার করেন। সবুজ মিয়ায় অবস্থা গুরুত্বর দেখে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। যার রেজিঃ নং-১০২৮/৩৫, বেড নং-, আন্তবিভাগ সাজারী ওয়ার্ড, তাং ৮/১২/২২ইং। এ ঘটনার পর অন্যান্য জমির মালিকদের সাথে যোগসাজসে করে বাশে বেড়া দিয়ে ৩ পরিবারের চারিদিকে ঘিরে অবরুদ্ধ করে ফেলেন। তারপর থেকে গোলেনুর ১ সন্তান, ইয়াসমিন ১ মেয়ে ও ১ ছেলে স্কুল পড়–য়া শিক্ষার্থী ও বেলাল হোসেনের ২ সন্তানের মধ্যে ১ মেয়ে বড়বাড়ী আবুল হোসেন ডিগ্রী কলেজের অধ্যায়নরত থাকার পড়েও যেতে পারছেন না। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিলেও রহস্য জনক কারণে থানা পুলিশ মামলা না নিলেও অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি অফিসারের নিকট আবেদন করেও অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায়নি ৩ পরিবার।
অবশেষে ৩ জানুয়ারি গোলেনুর বেগম বাদী হয়ে লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর-৯/২৩ইং। উক্ত মামলায় সাদেক নগর (বড়বাড়ী) গ্রামের কাচিমুদ্দিনের পুত্র আফসার আলী, একই গ্রামের আমিনুল ইসলামের পুত্র সুজন মিয়া ও সোহেল মিয়া এবং আফসার আলীর পুত্র আতাউর রহমান সহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। দিনমজুর ভ্যান চালক বেলাল হোসেন বলেন, আমরা কয়েক মাস ধরে বিপদে আছি। কেউ আমাদের সহযোগিতা করছেন না। আমাদের ৩ পরিবারে রাস্তার জন্য কেনা জমি দখল করেছেন প্রভাবশালীরা। এমনকি বাড়ির চারিদিকে বাশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন। আমার মেয়ে বড়বাড়ী আবুল হোসেন ডিগ্রী কলেজের ছাত্রী হলেও যাতায়াতের অভাবে কলেজ যেতে পারছেন না। এ বিষয়ে মামলার বাদী গোলেনুর বেগম বলেন, লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। রাস্তার জন্য জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখল করেছে প্রভাবশালীরা। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠ বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *