নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরীর কচাকাটায় ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘ কর্তৃক চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি হওয়ায় আলোচনা সভা ও আনন্দ উদযাপন করা হয়েছে। জেলা পুলিশ কুড়িগ্রামের আয়োজনে ৭ মার্চ (রোববার) কচাকাটা থানা হলরুমে এই আনন্দ উদযাপন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-
কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, গোলেরহাট সিনিয়র ফাজিল (বিএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হানিফ উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা রিয়াজুল ইসলাম বাবু,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল সরকার, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান,কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল,ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন,বাংলাদেশ আ’লীগ কেদার ইউনিয়ন শাখার সভাপতি শ্রী অখেন চন্দ্র সাহা,বাংলাদেশ আ’লীগ বলদিয়া ইউয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার।

এসময় কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর সহ সকল বীর মুক্তিযোদ্ধা, কচাকাটা, কেদার,বলদিয়া ইউনিয়ন আ’লীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন