ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক স্কুল ছাত্রকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে সন্দেজনক ভাবে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের জামবাড়ীয়া ভাটাপাড়া গ্রামের ইব্রহিম আলীর ছেলে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রাজিব(১৩)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । সে প্রতিদিনের মত গত ২২ ফের্রুয়ারী বাবার কাজে সাহায্য করে বড়গাছী রোমান্সের ইটভাটা সংলগ্ন ইক্ষুর গুড় তৈরীর মিল থেকে রাত সাড়ে ৮টার দিকে সাইকেল যোগে বাড়ী ফিরছিল। সারা রাত চলে গেলেও সে বাড়ী ফিরেনি। ফলে বাবা-মাসহ স্বজনেরা বিভিন্ন জায়গাতে খোঁজ করতে থাকে। তার কোথাও সন্ধান না মেলায় ২৩ ফের্রুয়ারী রাজিবের বাবা ভোলাহাট থানায় জিডি করতে আসে। সে থানায় বসে থাকা অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার ছেলের ব্যবহারকৃত সাইকেলটি জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে বেঁকী বাগানের দাঁড়ার সারফুদ্দিন হাজীর আমবাগানে সন্ধান পেয়ে এলাকাবাসি তাবে খবর দেয়। স্থানীয়রা সাইকেল দেখে সন্দেহ হলে রাজিবের খোঁজ করতে থাকে। আশপাশে রাজিবের খোঁজ করতে গিয়ে পার্শ্ববর্তী গম ক্ষেতে দুপুর পৌণে ১টার দিকে লাশ দেখতে পায়। এ সময় পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরুৎহাল রির্পোট তৈরী করেন। পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, সুরুৎহাল রির্পোটে শ্বায় রোধ করে হত্যা করা হয়েছে এমন আলামত পাওয়া গেছে বলে জানান। এদিকে জামবাড়ীয়া ইউপি সদস্য আব্দুস সামাদও স্কুল ছাত্রের হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব ছোট ছেলে। তার একটি বোন আছে। তারা সহজ সরল মানুষ। এলাকায় তাদের কোন শক্রু নাই। তার বোনের একই গ্রামে ফোকদারিসের ছেলে রউফের(২৫) সাথে দেড় বছর পূর্বে বিয়ে হয়েছে। তার দুলাভাই যৌতুকের দাবীতে বিয়ের পরপর নানা ভাবে নির্যাতন করে আসছিলো তার বোনকে। তাদের ব্যাপারে বহু বার বিচার করা হয়েছে। ক’দিন পূর্বে রাজিবের বোনকে স্বামীর বাড়ী থেকে নিয়ে যায় তার মা। এর জেরে গত ৩দিন পূর্বে রউফ দেখে নেয়ার হুমকি দেয় রাজিবের পরিবারকে। এ সন্দেহে পুলিশ রউফ ও তার মা মাবিয়া বেগমকে(৪০) গ্রেফতার করেছে। রউফের বাবা ফোকদারিস পালিয়ে যাওয়ায় গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে এলাকার একাধীক ব্যক্তি রউফ ও তার পরিবার এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেন। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক(তদন্ত) শামীম হোসেন জানান, হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ২জন কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।