ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে ছাত্রলীগের নানা আয়োজনে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে শিল্পকলার মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন – নুরুন্নবী চৌধুরী খোকন, হবিবর রহমান,রকিব আহম্মেদ জুয়েল,চঞ্চল মাহমুদ, আল মামুন সরকার, আজাহার আলী, উমর ফারুক, সরকার রকীব আহমেদ জুয়েল প্রমুখ। উল্লেখ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা সৈয়দ আশরাফ আলীর মৃত্যুতে গত ৪ জানুয়ারী/১৯ ইং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করা হয়েছিল।