ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের বেইসড ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত ভবনটির প্রাক্কলিত ব্যয় হবে ২কোটি৩৮ লাখ টাকা এবং ভবনটি নির্মাণ করতে সময় ধরা হয়েছে প্রায় ১৮ মাস। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শ্রী নরেন্দ্র নাথ রায়,উপজেলা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহ,সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার,কচাকাটা মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান,ভবনটি নির্মিত হলে ছাত্রীদের পড়া-লেখার সুবিধাসহ শিক্ষার মান উন্নয়ন ও বোর্ড কর্তৃক জেএসসি এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রের অবকাঠামো সমস্যাগুলোর অবসান হবে।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান বাংলা নিউজ ডট কম’র সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম।