এ এস খোকন, ভুরুঙ্গামারী ঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মরহুম আবুল হাসান ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্রিকেট বান্ধব দেশ গড়–ন, মাদককে না বলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মরহুম আবুল হাসান ক্রিকেট টুর্ণামেন্ট- ২০২০ এর অষ্টমতম পর্দা উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাটেশ্বরী হাই স্কুল মাঠে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।
পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মোর্শেদুর রহমান আনিস, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মতিউর রহমান, ব্যাপাটারী ক্রিকেট একাদশের প্রধান পৃষ্ঠপোষক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। উদ্বোধনী খেলায় ব্যাপারীটারী ক্রিকেট একাদশ ও মাষ্টার পাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহন করে।