ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর একটি বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিল্পকলা মুক্তমঞ্চে সমবেত হয়। ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জাদান আসাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার,সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
####
এমদাদুল হক মন্টু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *