ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে প্রস্তাবিত সীমান্তহাটের জায়গা পরিদর্শন ও দু’দেশের জেলা প্রশাসকদ্বয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে ১০০২ নং পিলারের সন্নিকটে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার জেলা প্রশাসক অনন্ত লাল নেতৃত্ব দেন। এসময় বাংলাদেশের পক্ষে ছিলেন কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্ণেল জামাল হোসাইন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, এডিএম জিলুফার ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী,ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১১০ কোম্পানির সেকেন্ড ইনচার্জ ডিবি নাগ, এ টালহা এডিসি ধুবড়ি ও আগমনি বিএসএফের সিও চিরঞ্জিত দাস প্রমুখ। বৈঠকে উভয় পক্ষ ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ও আসামের ধুবড়ি জেলার ছত্রশাল সীমান্তে সীমান্ত হাট স্থাপনে সম্মত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন