জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর সদর উপজেলা (দক্ষিন) শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পাচরাস্তা এলাকায় এ কর্মী সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল দক্ষিন শাখার সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে জামালপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সফিউর রহমান সফি, সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল বক্তব্য রাখেন। কর্মী সভার প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব। পরে এম গোলাম মোস্তফা মুকুলকে আহ্বায়ক ও কামরুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কর্মী সভার শুরুতেই জামালপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সকল নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ প্রয়াত সকল বিএনপির নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় জেলা-শহর-সদর উপজেলা দক্ষিন শাখা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।