কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে খেয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে আন্তর্জাতিক পিলার নং ১০৬৯ এর নিকটবর্তী বিক্রিবিল তিন রাস্তার মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্ল্যাসী করে ৮৩ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটককৃত যুবকের নাম মো: বায়েজিদ হাসান (২৯)। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া কুমারকান্তি গ্রামের মো: সিরাজুল হকের ছেলে।
এব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম আজাদ জানান, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে আমরা সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে ইয়াবাসহ ঐ যুবককে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।