বিকাশে টাকা হাতিয়ে নেয়া-বিএনপি কর্মী মানিকগঞ্জ থেকে মোঃ মাইকেল সহ প্রতারক চত্রু আটক।
বাগেরহাট জেলা স্টাফ রিপোর্টার:-গত ২ জুন একটি বিকাশ প্রতারক চক্র অভিনব কায়দায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বাসিন্দা মোছাঃ উর্মি আক্তার-কে ফোন করে বিকাশে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা হাতিয়ে নেয়। উক্ত ঘটনায়…