কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ক্ষেত থেকে বাদাম তুলতে গিয়ে হটাৎ বজ্রপাতে মাও. রুহুল আমীন (৬৮) নামের এক অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আঞ্জুআরা বেগম (৪০) ও মহসিন আলী (৫০) নামের আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, সোমবার (১৫ জুন) উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার গ্রামে কয়েকজন কৃষক মিলে ক্ষেত থেকে বাদাম তুলতে যান। বিকালে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা জমিতে থাকা অবস্থায় বজ্রপাতে মাও. রুহুল আমীন নিহত হন। নিহত মাও. রুহুল আমীন উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের খাতির আলী মিস্ত্রির ছেলে। তিনি জেলার রাজারহাট উপজেলার ডাংরারহাট দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন।
এসময় গোড়াই পিয়ার কানীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী আঞ্জুআরা বেগম ও মইনুদ্দিনের ছেলে মহসিন আলী গুরুতর আহত হয়েছেন। স্বজনরা খবর পেয়ে আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, আহত দুই জনের শারীরিক অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।