রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের আব্দুল মজিদ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত হয়েছে।
করোনা শনাক্ত হওয়া ওই স্বাস্থ্য কর্মী কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইটার পদে কর্মরত।
স্বাস্থ্য কর্মীর করোনা সংক্রমণের বিষয়টি প্রকাশ হলে ওই কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা গ্রহণকারী মানুষ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
করোনা সংক্রামণ হওয়া স্বাস্থ্য কর্মীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানান্দ বাড়ি এলাকায়।তিনি বাড়ি থেকেই অফিসে যাতায়াত করতেন।
এবিষয়ে মোহনগঞ্জ ইউনিয়নের ৬ নং ইউপি সদস্য আব্দুল বারী বলেন,বেশ কিছুদিন থেকে উনি ক্লিনিকে আসে না। এখন শুনলাম করোনা ভাইরাসে আক্রান্ত। কিছুটা আতঙ্কে আছে এলাকার মানুষ কেউ কেউ ওই ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছে।
বিষয়টি নিয়ে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন বলেন, দুশ্চিন্তার কিছু নেই ওই স্বাস্থ্য কর্মীর করোনা উপসর্গ দেখা দেওয়ার আগে থেকেই নিজ বাড়িতেই কোয়ারান্টাইনে ছিল।পরে নমুনা দেওয়ার পর করোনা শনাক্ত হয়।