কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বুধবার রাতে সিটি প্রেস ক্লাবের শাপলা চত্বর অফিসে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে কন্ঠ ভোটে সর্ব সম্মতিক্রমে জয়যাত্রা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জ্বনাব, নূরমোহাম্মদ চৌধুরীকে সভাপতি, সহ সভাপতি হিসেবে (১)সংবাদ চ্যানেলের নির্বাহী সম্পাদক মোঃ শেখ ফরিদ ও (২)মাহফুজুর রহমানকে এবং সাধারন সম্পাদক হিসেবে স্বপ্ন টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হালিম মন্ডল(গাজী),সহ-সাধারন সম্পাদক এন,পি,এস বুলেটিন এর জেলা প্রতিনিধি মোছাঃ পারুল হাবিব ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত করা হয় নব অভিযান এর জেলা,প্রতিনিধি মোঃ সফিকুল হাবিব( রতন) কে। ৪০ জন সদস্যের উপস্হিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য সাংবাদিকদের ঝুঁকি, সু-সংগঠিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অত্র কমিটি গঠন করা হয়েছে।