নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রধান ও উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোস্তফা জামান। উপস্থিত ছিলেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ নুরু, আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, সদস্য আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, যুবলীগ সভাপতি এস.এম রওশন আলম, পৌর যুবলীগ সভাপতি ওমর ফারুক, যুব মহিলালীগ আহ্বায়ক বুবলী, ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেবসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমের সংবাদ কর্মী।