মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ উইমেন ইন্টারপ্রেনারস (এম উই) এবং ই-কমার্স ক্লাব গ্রুপের আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো অনলাইন ভিত্তিক নারীদের মাধ্যমে উৎপাদিত পন্য উদ্যোক্তাদেরমিলনমেলা। ময়মনসিংহ নগরীর দারচিনি রেস্টেুরেন্টে ৩১ অক্টোবর দিনব্যাপী ই-কমার্স ব্যবসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু।
উপস্থিত ছিলেন এম এ ওয়ারেছ বাবু, কো-অর্ডিনেটর, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন,ইখতেফারুল ইসলাম মুরাদ,লাইসেন্স ইন্সপেক্টর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন |ময়মনসিংহের ই-কমার্স ক্লাবের এডমিন এ বি এম ফজলে রানা এবং ময়মনসিংহ উইমেন ইন্টারপ্রেনার্স এর ফাউন্ডার নওশীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান। এম উই গ্রুপের এডমিন নওশিন তারাননুম ও প্রয়োজন ডেইলির ওনার রুহি সাদিয়া আমিন এর পরিচালনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, নগরীর বিভিন্ন নারী পন্য উৎপাদনকারী অনলাইন ভিত্তিক ব্যবসায়ীবৃন্দ ও তরুন উদ্যোক্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অনলাইন ভিত্তিক নারীদের মাধ্যমে উৎপাদিত পন্য ব্যবসায়ীদের উদ্বোদ্ধ করন. আলোচনা সভা, অতিথিদের বরন, ক্রেষ্ট বিতরন, কেককাটা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের নারী উদ্যোক্তা তাসলিমা সাথী, তান্নী শারমীন, জান্নাতুল নাইম আলো, তাহমিনা স্নিগ্ধা, কাজী তাইয়েব, শাহরোজ ফারাদি, মারিয়া, ঝিনি, তাসলিমা কুমকুম, রূপম, নুসরাত জাহান রুপা, ফাতেমা খাতুন, রুকসানা সুলতানা, লিনা, বাবু সোমা, তুষ্টি চৌধুরী, স্বর্না, রুমানা শিকদার, বিলকিস আরা সুমা, সুমাইয়া সারমিন বুশরা,আনোয়ারা আক্তার তানিয়া, শারিফুন্নেছা খানম ্এ্যানি, জেমি ইসলাম, গোলশান আরা, সাইনী সাম, ফারজু হাবিবা, স্বপ্নিল পুর্নিমা, তাশফিয়া তিথি, দিপ্তি দাস পাল,ফাতেমা তিথি, ফাহমিদা ফামিন,তাসনিম, সারমিন সামিমা আজিজ, সেলিনা সামিম, কুলসুম তালুকদার, জুই, মৃত্তিকা আহমেদ, তাহমিনা কবীর, জাকিয়া সুলতানা, কনিকা জামান, সামিনা সুলতানা,শামীমা নাজনিম, শেফালী শেফু, তাসনীম তিথি, ইউ এইচ তানিয়া, রেনেসা, আবিদা সুলতানা বিথি, নাজিম খান, বর্নালী চক্রবর্তী, রেজাউল করিম, সুমন, কাজী রিয়াদ, শান্ত তালুকদার, বিকাশ, জয় দাস দিনব্যাপী নারী উদ্যোক্তা মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *