ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীর সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া মৌজার কালিরহাট চারমাথা নামক এলাকার দুধকুমর নদী থেকে ৭০/৭৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম শমসের আলী বাটালু । সে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্দন পাড়া গ্রামের বাসিন্দা। ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আলম শফি জানান মৃত শমসের আলী মানসিক রোগী। মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যেত। তবে গত ২ দিন আগে সে বাড়ি থেকে কাউকে না জানিয়েই চলে গিয়েছিল। আর সে ভবঘুরে টাইপের। অপর একটি সুত্রে জানা যায় পরিবারের লোকজনের উপর অভিমান করে হয়তো আত্মহত্যা করেছে। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম লাশ উদ্ধার করার কথা স্বীকার করে বলেন,লাশের পরিচয় সনাক্ত হয়েছে। লাশের স্বজনদের নিকট সরকারী নিয়ম মেনে হস্তান্তর করা হবে।