মো: নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ জেলা তাঁতীলীগ এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বিশাল সংবর্ধনা ২৩ নভেম্বর বিকাল ৫টায় বোররচর বার্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল। বোররচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় জেলা, উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা সহ সকল শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধিত নেতা ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক জেলা, উপজেলা সহ বোররচর ইউনিয়নের সকল শ্রেণির মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনীতিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। এজন্য আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসাবে তাতীলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ আমানুল ইসলাম জলিল বলেন, আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। তাতীলীগকে সংঘটিত ও আরো শক্তিশালী করার লক্ষ্যে আমার উপর অর্পিত দায়িত্ব সাধ্যমত পালন করে যাব। তিনি জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংঠন এবং বোররচরের গনমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার অর্জিত সকল সাফল্যই আপনাদের। জাতির জনকের আদর্শকে সাথে নিয়ে বাকিটা জীবন আপনাদের সেবায় যেন কাটাতে পারি সে জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন