স্টাফ রিপোর্টারঃ
রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের পার্টি অফিসে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পরে এক বিশাল আনন্দ মিছিল নিয়ে সিঙ্গারডাবড়ীর হাট বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মিদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি, বর্তমান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি, রুকুনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবলীগ ২নং যুগ্ম সম্পাদক উৎপল সেন, ইউনিয়ন যুবলীগের প্রচার-প্রচারণা সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, ইউনিয়ন ছাত্রলীগ সামিউল আহমেদ আকুল, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এনামুল হক সরকার, অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের করুনা কান্ত রায়, সোহাগ, রিপন সরকার, সোহেল রানা প্রমুখ।