নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জামাত আলী (৬০) নামের এক চা দোকানীকে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার শিশুটির পিতা বাদী হয়ে ঐদিন রাত ১২টার দিকে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার (৮ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চা-স্টলে বিস্কুট নিতে আসে ওই এলাকার ৩ শিশু কন্যা। এ সময় জামাত আলী বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের ঐ শিশু কন্যা কে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুদের কান্নায় আশপাশের লোকজন ছুটে এসে জামাত আলীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে এবং ওই শিশু কন্যাদের উদ্ধার করে পুলিশে খবর দেয় তারা।
খবর পেয়ে লালপুর থানার উপ-পরিদর্শক মেসবাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে জামাত আলীকে আটক করে থানায় নিয়ে আসে এবং প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অভিযুক্ত জামাত আলীকে আদালতে পাঠানো হয়েছে।
এব্যাপারে লালপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সিদ্দিক বলেন, ঘটনায় খবর পেয়ে অভিযুক্তকে আটক করে বাদীর মামলার প্রেক্ষিতে আদালতে প্রেরণ করা হয়েছে ।