শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ।
কৃষি কাজে ব্যাস্ত সময় পার করছেন গাইবান্ধা জেলাবাসী।
বর্তমান এ জেলা জুড়ে চলছে ইড়ি ধান কাটাই মাড়ায়ের উৎসব।
পাশাপাশি জনসাধারণের চলাচলের রাস্তায় ব্যাপরোয়া ভাবে খড় সুকানোর কাজে ব্যাস্ত কৃষক, কৃষাণী।
রাস্তার উপর খড় সুকানোর ফলে হুমকির মুখে বাহন।
কাটাই মাড়াই কাজের পাশাপাশি কৃষ কৃষাণী খড় সুখানো নিয়েও অনেকটা ব্যাস্ত হলেও রাস্তায় হুমকির মুখে বাহন চলাচল।
মহুর্তের দুর্ঘটনা সারা জীবনের কন্যা, এমন দৃশ্য দেখতে হচ্ছে প্রতিনিয়ত।
রাস্তায় কৃষক, কৃষাণী খড় সুকানোর কজ করলেও মানছেন না গাড়ির হর্ন, দিচ্ছেন না সাইড।
বাধ্য ক্রমে চালক গাড়ি নিয়ন্ত্রণের জন্য ব্রেকে পা দিলেই ঘটছে দুর্ঘটনা।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া চৌরাস্তা নামক স্থানে এক হুন্ডা চালক খড়ের উপর ব্রেকে পা দিলেই দুর্ঘটনা ঘটে।
হুন্ডা বাইক চালকদের অভিযোগ একজন সচেতন নাগরিক কি ভাবে জন-সাধারণের চলাচলের রাস্তায় খড় সুকানোর কাজ করে গাড়ি চলাচলে বিগ্ন ঘটায়।
কৃষক কৃষাণীর অসচেতনতার কারণে জীবনের ঝুঁকি নিয়ে টাস্তায় চলাচল করতে হচ্ছে হুন্ডা বাইক চালকদের।
সচেতন মহলের দাবি, গাইবান্ধা টু সুন্দরগঞ্জ সড়ক খড় মুক্ত সড়ক রাখার জন্য সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সু-দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেন।