স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা রূপসা উপজেলার বাগমারা দক্ষিণ পাড়া এলাকার মরহুম মোঃ দলিল উদ্দিন শেখ এর বড় পুত্র, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসান্ধল” দৈনিক প্রতিদিনের স্বদেশের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলার ঐতিহ্য” দৈনিক বাংলাদেশ সংবাদ” ৭১ বার্তা” সুন্নি সমাচার সহ সুনামধন্য প্রিয় দৈনিক পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি এবং রূপসার কিসমত খুলনা সুলতানি জামে মসজিদের ইমাম ও খতিব” ইসলামী সংগীত শিল্পী ক্বারী মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ-এর পিতা মোঃ খয়বার শেখ গত ১০ই মে ২৭ই রমজান ইফতার সহ ইবাদতের জন্য তাঁর পুত্র ক্বারী মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর কাছে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, উক্ত দিন থেকে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছেন, এ দিকে তাঁর চিকিৎসা করছেন, ডাঃ মাওলানা মোঃ রফিকুল ইসলাম উক্ত বিষয়ে তিনি বলেন” তিনি বয়সের ভারে শারীরিক দুর্বল হয়ে স্টেক করেছেন বলে ধারণা করা হচ্ছে, তিনি আরো বলেন” মহান আল্লাহ তায়ালা সুস্থতা দান করার মালিক” মহান আল্লাহ তাঁহাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এছাড়া ও তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করছেন” দৈনিক রূপসান্ধল” দৈনিক প্রতিদিনের স্বদেশ” দৈনিক বাংলাদেশ সংবাদ” শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ, ফ্রেন্ডস্ সিনিয়র জুনিয়র যুব ক্লাব” রূপসা উন্নয়ন সংস্থা সহ সাংবাদিক মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর আত্মীয় স্বজনরা।