আশানুর রহমান আশা বেনাপোল।
যশোরের শার্শায় সাপের কামড়ে হাফিজা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজা ঐ গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অন্যান্য শিশুদের সাথে নিয়ে বাড়ির পাশে মাঠে হাফিজা খেলা করছিল। এসময় হঠাৎ করে একটি বিষধর সাপে তাকে দংশন করে। কিন্তু শিশু হাফিজা কোন মতে বুঝতে পারেনি তাকে সাপে দংশন করেছে। খেলার এক পর্যায়ে মাঠ থেকে বাসায় যেয়ে মায়ের কাছে পানি চায় হাফিজা। পানি পান করার কিছুক্ষণ পরে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কি কারণে তার এমনটা হচ্ছে পিতা-মাতা কিছুই বুঝতে পারেনি।
তার বাবা কোলে নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করেছে। এরই মধ্যে শিশু হাফিজা মৃত্যুর কাছে হার মেনে চলে গেল না ফেরার দেশে। পরে নিহতের স্বজনরা পায়ের আঙুলে কামড়ের চিহ্ন দেখে নিশ্চিত হয়। এদিকে শিশু হাফিজার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।