এস.বি-সুজন : জেলার হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেলে কলেজ পড়ুয়া ৩ বন্ধু ঘুরতে বেরিয়ে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় হযরত আলী (২১) নামের এক বন্ধু নিহত হয়েছেন।
গত সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের দিঘিরটহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হযরত আলী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সরকারি আলিমুদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত আলীসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে হাতীবান্ধা শহরে আসার পথে দিঘিরটহাট এলাকায় একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা হযরত আলী ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকা জনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *