ফারহানা আক্তার, জয়পুরহাটঃ৫/আগস্ট

জয়পুরহাটের কালাইয়ে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে এনে পানিও জাতীয় খাবারের সাথে চেতনানাশক মেডিসিন মিশিয়ে প্রতিবেশি ভাগিনা কর্তৃক মামাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ৪ আগষ্ট বুধবার রাত ১০ টায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাবলু (৫৫) এর ছেলে সবুজ জানান, তাদের প্রতিবেশি আফজাল হোসেন নামের এক ব্যক্তি তার বাবাকে মামা বলে ডাকেন এবং প্রায়শই অসৎ উদ্দেশ্যে তার বাবাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডাকলেও তিনি বিভিন্ন অযুহাত দিয়ে দাওয়াত খেতে যেতেন না।

ফলে আফজাল তার অসৎ উদ্দেশ্য সফল করার লক্ষে নানা প্রলোভনে গত ৪ আগষ্ট আব্দুল মজিদ কে তার বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যেতে সমক্ষ হয়।

পরে সেখানে খাবার খাওয়া শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী আফজাল হোসেন চেতনানাশক মেডিসিন মেশানো পানিও আব্দুল মজিদ বাবলুকে দিলে সেটি খেয়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পার্শে পুকুরে ফেলে দিতে গেলে উক্ত সময়ে ঐ পুকুর পাড়ের পাশে আব্দুল মজিদের ভাতিজা সোহাগ তার সবজি ক্ষেত দেখতে গিয়ে টর্চ লাইটের আলো জালিয়ে দেখতে পারেন তার চাচা আব্দুল মজিদ কে আফজাল হোসেন অচেতন অবস্থায় পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করছে।

এ সময়ে সোহাগের উপস্থিতি টের পেয়ে আফজাল হোসেন আব্দুল মজিদকে সেখানেই ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আব্দুল মজিদকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উপরোক্ত ঘটনার বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন