নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের মাদার
গঞ্জে গঙ্গাধর নদী ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী তীর রক্ষা বাধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ভাঙন কবলিত এলাকা রঘুর ভিটা গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙন রোধে স্থায়ী বঁাধের দাবীতে বক্তব্য রাখেন বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাফি, বল্লভেল খাষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান,যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াসিন আলী প্রমূখ।
উল্লেখ গত এক সপ্তাহে রঘুর ভিটা, কৃষ্ণপুরও রামদত্ত গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা কৃষি জমি নাদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী শতবর্ষী রঘুরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মন্দির, হাটবাজার,পাকা সড়ক ভাঙনের হুমকিতে আছে।