এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২৯আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের ২য় দিনে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় ৭০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায়, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন, খানসামা থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুল ও সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ আরো অনেকে।