কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, জামিউল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ আনোয়ার পলাশ, ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।